সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৬
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জের আন্না রানী দাস হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। অনুসন্ধানে দেখা গেছে, আন্না রানী দাসকে তারই ধর্মাবলম্বী এক ব্যক্তি হত্যা করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ঘটনার প্রধান অভিযুক্ত তাপস কুমার দাসও একই ধর্মাবলম্বী। সে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আন্নাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা বা ভিন্ন ধর্মের ব্যক্তির সম্পৃক্ততা নেই।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদপেশা নিয়ে গবেষণা করে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অ্যাকাউন্টসহ দেশের ভেতর থেকেও বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ি ইস্যু এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে।

বাংলাফ্যাক্ট এখন পর্যন্ত শত শত বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করেছে এবং অনলাইনে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে। তাদের লক্ষ্য জনগণের কাছে সঠিক ও যাচাইকৃত তথ্য পৌঁছে দেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে বুয়েটের প্রতিনিধিদল
অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান
বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ওএমএসের আটাসহ গ্রেফতার ১
দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন
কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
সিলেটের ৩ উপজেলায় বিএনপির গণসমাবেশ
ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
১০