সুনামগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।