রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬

রাজশাহী, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার চারঘাটে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে সাবেক স্ত্রীকে  জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত যুবক চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের এমদাদুলের পুত্র। সোমবার দুপুরে নাটোর শহরের ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ভিকটিমের সাথে আসামির গত ৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু দুইজনের মধ্যে সাংসারিক বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে আসামি বিদেশে চলে গেলেও ভিকটিমের সাথে মোবাইলে যোগাযোগ করতো। এক মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে এসে আসামি ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয়। 

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুমন ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চারঘাট থানাধীন আরজি সাদিপুর (হঠাৎ পাড়া) নামক এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ওই নারী বাদী হয়ে চারঘাট থানায় ধর্ষক সুমন আলীর  নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ১৩ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি দল জানতে পারে আসামি নাটোরের ফুলবাগান এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল  ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার একমাত্র আসামী সুমনকে গ্রেপ্তার করে। আসামিকে চারঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী আটক
জাতীয় আসবাবপত্র মেলা-২০২৫ শুরু
পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
হবিগঞ্জে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন
ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
১০