সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী আটক

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:৫১
খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। ছবি: বাসস

খুলনা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনা জেলার কয়রা থানাধীন রায় নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল  সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা কর্তৃক ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড
নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে: আলতাফ হোসেন চৌধুরী
সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের ১৯ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ
মানসম্মত পণ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব বিএসটিআই’র
নীলফামারীতে টিকা পাবে ৫ লাখের বেশি শিশু
নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি : সেলিমা রহমান
গণভোট ও জাতীয় নির্বাচন পৃথকভাবে আয়োজন বিশৃঙ্খলা সৃষ্টি করবে : রুহুল কবির রিজভী
আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবে ইসি
মিরপুরে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার: নিয়ন্ত্রণে ১২ ইউনিট
আবারো একাদশ থেকে বাদ জামাল, ফিরেছেন শমিত, জায়ান
১০