নাইজার সেনাবাহিনীতে যোগদান করেছে সাবেক জিহাদি যোদ্ধারা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:০৩

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সামরিক কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ‘অনুতপ্ত’ সাবেক জিহাদিরা কয়েক মাস প্রশিক্ষণের পর সফলভাবে নাইজার সেনাবাহিনীতে একীভূত হয়েছে।

দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের জান্তা জিহাদি সহিংসতা নিয়ন্ত্রণে লড়াই করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটি লেক চাদ অববাহিকায় বোকো হারাম ও পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর মারাত্মক আক্রমণের সম্মুখীন হচ্ছে।

উত্তরে, যেখানে নাইজারের সেনাবাহিনী ক্ষমতাচ্যুত সরকারের কাছাকাছি সশস্ত্র গাষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে, সেখানে বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএন জানিয়েছে, সোমবার, রাজধানী নিয়ামের কাছে ৩৬৯ জন ‘অনুতপ্ত’ জিহাদি ও সশস্ত্র আন্দোলনের যোদ্ধা কয়েক মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

এএফপির দেখা এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের শেষের দিক থেকে প্রশিক্ষণে ৩০৭ জন পুরুষ, ২১ জন মহিলা এবং ৪১ জন শিশু রয়েছেন।

আরটিএন জানিয়েছে, ‘তাদের মধ্যে বেশ কিছু সংখ্যককে জাতীয় পতাকার নীচে কাজ করার জন্য একত্রিত করা হয়েছে। অন্যরা উপার্জনশীল কার্যক্রম পরিচালনা করার জন্য সহায়তা উপকরণ-সামগ্রী পেয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, এদের মধ্যে ৮৪ জন ব্যবসা প্রতিষ্ঠার জন্য উপকরণ-সামগ্রী পেয়েছে।

তিলাবেরির গভর্নর কর্নেল মাইনা বোকার বলেন, ‘এই ব্যক্তিরা এক সময় বিপথগামী ছিল। কিন্তু এখন তারা সহিংসতা ত্যাগ করে প্রজাতন্ত্রের সঙ্গে কাজ করার পথ বেছে নিয়েছে। এখন আর তাদের শত্রু হিসেবে বিবেচনা করা উচিত নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০