মুন্সীগঞ্জে পদ্মায় অভিযানে কারেন্ট জাল জব্দ

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ আপডেট: : ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৯
মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাড়ে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে ১৭৫ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়।

সোমবার জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ জেলার শ্রীনগর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসন থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে গঠিত টিম সদর উপজেলার চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর ও বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়।

এদিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিনের নেতৃত্বে মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ ও কোস্টগার্ড মা ইলিশ সংরক্ষণে লৌহজং উপজেলার নূর বয়াতীর চর এলাকায় অপর যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ১৭৫ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসায় দেওয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আনিসুর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভ’মি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় একব্যক্তি নিহত 
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার
উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা
কিউবায় ৭০০ রাজনৈতিক বন্দীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি রুবিওর
কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত
কুমিল্লায় সবজির চারা উৎপাদনে সাড়া জাগিয়েছে সমেষপুর
প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব
ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল
১০