উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৩
পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় জীবনমান উন্নয়নে সামুদ্রিক শৈবাল চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কুয়াকাটায় উপকূলীয় জীবনমান উন্নয়নে সামুদ্রিক শৈবাল চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ। সহযোগিতা করে আ্যাসোসিয়েট ফর ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এআইআরডি)।

ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট উপ-প্রকল্পের প্রধান গবেষক ড. মো. রাজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আরিফুল আলম, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম আকন্দ, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক পলাশ হালদার, এআইআরডির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সিদ্দিক।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল চাষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি শুধু কার্বনডাই অক্সাইড শোষণ করে পরিবেশবান্ধব ভারসাম্য রক্ষা করে না, বরং উপকূলীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়নের পথও খুলে দেয়।

আলোচকরা আরও জানান, এই পাইলট প্রকল্পের মাধ্যমে উপকূলীয় জনগণের অংশগ্রহণে টেকসই শৈবাল চাষের সম্ভাবনা যাচাই করা হয়েছে এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে এর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে অংশ নেন সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মৎস্যজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিমানের টিকিটের মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে নির্দেশনা
নিলামে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
সিলেটে এয়ার টিকিটের মূল্যবৃদ্ধি রোধে নির্দেশনা
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১
শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড
ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন বুধবার
বাকৃবিতে বালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
ফেনীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০