ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার কিউবায় শত শত রাজনৈতিক বন্দীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি করেছেন। একই সাথে তিনি মুক্তিপ্রাপ্ত দেশটির বিরোধী নেতা হোসে ড্যানিয়েল ফেরারকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে হোসে ড্যানিয়েল ফেরার অবতরণের পর রুবিও বলেন, ‘আমরা অন্যায়ভাবে আটক ৭০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দীকে অবিলম্বে মুক্তির আহ্বান জানাই এবং কিউবার শাসনব্যবস্থাকে জবাবদিহি করতে, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’