বাগেরহাটে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৭
মোল্লাহাটে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক। ছবি: বাসস

‎বাগেরহাট, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি শুরু করেছে বিএনপি। ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারণা দিচ্ছেন দলের নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলার মোল্লাহাটে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ উঠান বৈঠক মেহেরপুর কালি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণকে এ দফাগুলোর বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। বিএনপি জনগণের দল, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়, সেই লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি।

এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব একরামুল হক সাবু শিকদার, সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হাবিব ফরাজী, সাধারণ সম্পাদক বড়কাজী, সাংগঠনিক সম্পাদক নয়ন কাজী, বিএনপি নেতা সুক মাস্টার, বিএনপি নেতা মো হাসান শিকদার, মৎস্যজীবী দলের আহবায়ক মো: হুসাইন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, নারী সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাষ্ট্রকাঠামো মেরামতের এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।

স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে বৈঠকে অংশ নেন এবং ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সমর্থন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় একব্যক্তি নিহত 
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার
উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা
কিউবায় ৭০০ রাজনৈতিক বন্দীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি রুবিওর
কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত
কুমিল্লায় সবজির চারা উৎপাদনে সাড়া জাগিয়েছে সমেষপুর
প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব
ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল
১০