মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
গতকাল শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল এ অনুদান বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ এবং সাবেক মেয়র ও শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু পূজা মণ্ডপগুলোর নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।