ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান ওয়াশিংটনের পদক্ষেপের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে ইরান মঙ্গলবার মন্তব্য করেছে।
তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্টের প্রকাশিত শান্তি ও সংলাপের আকাঙ্ক্ষা ইরানের জনগণের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আচরণের সঙ্গে সাংঘর্ষিক।’