ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে খাগড়াছড়িতে যাত্রা শুরু করল বিকল্প রাজনৈতিক উদ্যোগ ‘আপ বাংলাদেশ’।
স্থানীয় বাস্তবতা ও মানুষের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে গঠিত হয়েছে ১২৬ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি।
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল বিন আনোয়ার এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন খাগড়াছড়ির জনগণের প্রতিনিধিত্বকারী চাথোয়াই মারমা।
তাদের নেতৃত্বে পাহাড়ি জেলাটিতে শুরু হচ্ছে এক নতুন গণতান্ত্রিক চর্চার অধ্যায়। যেখানে কেন্দ্রীয় নয়, বরং স্থানীয় সমস্যাই হবে রাজনীতির প্রধান এজেন্ডা।
এই কমিটি গঠনের প্রস্তাবনা দেন ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং অনুমোদন দেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
‘আপ বাংলাদেশ’ মনে করে, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা ও স্বচ্ছ রাজনীতির জন্য প্রথমে প্রয়োজন জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা।
সেই লক্ষ্যে ইউনিয়ন থেকে উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত পরিকল্পিত এবং কার্যকর রাজনৈতিক কাঠামো গড়ে তোলাই এই কমিটির মূল লক্ষ্য।
নতুন নেতৃত্বরা জানান, ‘আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে মানুষ ক্ষমতার উৎস, স্বচ্ছতা রাজনীতির ভিত্তি, আর উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক। তরুণদের সাহস, স্বপ্ন ও মূল্যবোধ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’