নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজা উপহার বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।