নাটোর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক মো রহিম নেওয়াজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওমর আলী শেখ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।