রাজবাড়ী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাতে গোয়ালন্দ নুতন ব্রিজের কাছে এ সংঘর্ষ হয়।
নিহত আরাফাত মোল্লা (৩০) দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি এ বছর সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাত ১০ টার দিকে গোয়ালন্দ নুতন ব্রিজের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরাফাত। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩ টার দিকে তিনি মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় গোয়ালন্দ থানায় মামলা প্রক্রিয়াধীন।