খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪
প্রতীকী ছবি

খুলনা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ঘটনাটি ঘটে। তবে তার পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় ওই যুবক হঠাৎ পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ওই যুবককে  সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামের দুই ব্যক্তি কীটনাশক পান করা অবস্থায় উদ্ধার করে। এরপর রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়। হাসপাতালের রেজিস্ট্রারে তার পরিচয় অজ্ঞাতনামা ও বয়স ৪৮ বছর উল্লেখ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে ওই যুবক হেঁটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মৃত ওই যুবকের পরিচয় শনাক্ত করলে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর 
শেরপুরে ১৭২ টি পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে 
প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণে গণশুনানি ৬ অক্টোবর 
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৫,৮৫৫ মামলা
কুমিল্লায় পূজার বাজারে দেশীয় কাপড়ের দাপট
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান
শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার ‘কোন কারণ নেই’: ট্রাম্প
বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা 
সকল দেশের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি
১০