রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২০
মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলো হয়ে উঠছে অপরূপ। ছবি: বাসস

ওমর ফারুক

রাজশাহী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলার ৪৭২ মণ্ডপে এবার দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধুই কাজ। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। শেষ মুহূর্তে চলছে শিল্পীদের মনের মাধুরী মিশিয়ে রংয়ের কাজ।

এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর ৪৭২ পূজা মণ্ডপে বিতরণের জন্য ২৩৬ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী মহানগর এলাকার ৮০টি ও ৯ উপজেলার ৩৯২টি পূজা মণ্ডপের প্রত্যেকটির জন্য ৫০০ কেজি করে মোট ২৩৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চালগুলো আমরা পাবো। পাওয়া মাত্রই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সেগুলো হস্তান্তর করা হবে। তারা আবার মণ্ডপ কর্তৃপক্ষকে বরাদ্দকৃত চাল বুঝিয়ে দেবেন।

৪৭২ পূজা মণ্ডপের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৮০টি, গোদাগাড়ী উপজেলায় ৪২টি, তানোর উপজেলায় ৫১টি, পবা উপজেলায় ২২টি, মোহনপুর উপজেলায় ২২টি, বাগমারা উপজেলায় ৮২টি, দুর্গাপুর উপজেলায় ১৮টি, চারঘাট উপজেলায় ৩৮টি, বাঘা উপজেলায় ৪৬টি এবং পুঠিয়া উপজেলায় ৫৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরও বলেন, সুষ্ওঠু সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য সরকারের পক্ষ থেকে যে চাল বরাদ্দ করা হয়েছে তা আমরা দ্রুতই পৌঁছে দেব। এবছর হিন্দু ধর্মালম্বীরা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আশা করছি, তারা স্বাচ্ছন্দ্যে এ বছর পূজা উদযাপন করতে পারবেন।

এদিকে, রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলো হয়ে উঠছে অপরূপ। খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষে এখন চলছে প্রলেপ ও রঙের কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।

বাঙালি হিন্দুর উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হয় ষষ্ঠীর আগে থেকেই। এবারের দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে। এর আগে পঞ্চমী থেকেই শুরু হয়ে যায় উৎসবের আমেজ। 

নগরীর কৃষ্ণ মন্দিরে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত এক কারিগর বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন শুধু রং করা বাকি। রোববার পর্যন্ত চলবে রংয়ের কাজ। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।

সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপিত যাতে হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে নানা স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য ইতোমধ্যেই রাজশাহী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক ও নিয়োগ করা হবে। যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। তবে পূজা উদযাপন পরিষদ ও প্রত্যেকটি মণ্ডপ কমিটিকে স্বেচ্ছাসেবক নিয়োগের কথা বলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান পিপিএম বলেন, দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে উদযাপিত হয় সেই ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। আশা করা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি থাকবে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে গাংনীতে ৫০ হাজার গরু-ছাগলকে টিকা দেওয়া হবে 
নারায়ণগঞ্জে পেট্রোবাংলার বিশেষ তদারকি অভিযান
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
বাগেরহাটে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে 'শেষ পর্যন্ত লড়াই' করবে চীন
গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প 
ট্রাম্পের শান্তির আহ্বান মার্কিন পদক্ষেপের সঙ্গে 'অসঙ্গতিপূর্ণ': ইরান
মুন্সীগঞ্জে পদ্মায় অভিযানে কারেন্ট জাল জব্দ
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 
বিদায় নিয়েছে মৌসুমি বায়ু, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
১০