যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১
বেনাপোলে ভারতীয় পণ্য ও কর্গোসহ আটক দুই। ছবি:বাসস

যশোর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): যশোরের বেনাপোল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও ওষুধসহ একটি কার্গো ট্রাক জব্দ করেছে বিজিবি। 

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য আড়াই কোটি টাকা বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, ট্রাকচালক মাগুরার হাজী রোড কলেজপাড়ার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক (৪৬) ও হেলপার একই জেলার শিবরামপুর পাড়ার শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।  

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত পণ্যসহ আটকদের একই থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে বিজিবি’র একটি টহল টিম বেনাপোলের ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) জব্দ করে।

পরে ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর এ কার্গো ট্রাকটি তল্লাশি করে এক হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি পিস, ১০ হাজার ৬৯৩ পিস বিভিন্ন ধরণের ভারতীয় ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিক্স ও মোটরসাইকেলের কয়েকটি টায়ার উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতীয় এসব পণ্যসহ কার্গো ট্রাকটি বেনাপোল বিওপিতে নেওয়া হয়। উদ্ধার হওয়া পণ্যের সিজার মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ একষট্টি হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প
নাইজার সেনাবাহিনীতে যোগদান করেছে সাবেক জিহাদি যোদ্ধারা
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আজ থেকে কার্যকর
জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে গাংনীতে ৫০ হাজার গরু-ছাগলকে টিকা দেওয়া হবে 
নারায়ণগঞ্জে পেট্রোবাংলার বিশেষ তদারকি অভিযান
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
বাগেরহাটে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে 'শেষ পর্যন্ত লড়াই' করবে চীন
গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প 
১০