কুমিল্লায় বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬
অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: বাসস

কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্গোৎসবে মেতে উঠেছে দেশের সনাতন ধর্মাবলম্বীরা। আজ পালিত হচ্ছে মহাঅষ্টমী অর্থাৎ কুমারী পূজা। কুমিল্লায় অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর ঈশ্বর পাঠশালা মহেশাঙ্গণ পূজামণ্ডপে পরিদর্শনে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা মহেশাঙ্গন পূজামণ্ডপ ঘুরে দেখেন, পুরোহিতদের সঙ্গে কথা বলেন।

উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, আমি আপনাদের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে এসেছি। তিনি আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা এসেছি আপনাদের উৎসবের শুভেচ্ছা জানাতে। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা।

পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর রাখছেন। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর।  আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে এবারের পূজা সম্পন্ন করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ দুইজন গ্রেফতার
বরিশালে সাত লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা
কুমিল্লায় ইয়াবা পাচারে ট্রাক চালকের যাবজ্জীবন, সহযোগীর জেল
ট্রাম্পের গাজা পরিকল্পনার বিষয়ে হামাসের এখনো কোনো সাড়া নেই
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ প্রয়োজন : মৎস্য উপদেষ্টা
বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই অগ্রযাত্রার মূল হাতিয়ার : ভূমি সচিব
তদন্ত কর্মকর্তার জবানবন্দি: চব্বিশের অভ্যুত্থানে ৪১টি জেলায় হত্যাকান্ড সংঘটিত হয়েছে
ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে : রিজভী
জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত
১০