কুয়াকাটায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:০৫ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ১৩:১৪
মম্বিপাড়া নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: বাসস

পটুয়াখালী, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটায় লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ এবং দুইটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর রাতে প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর স্থানীয়রা পানি ও বালু দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কলাপাড়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। 

এতে একটি কাপড়ের দোকান, একটি চায়ের দোকান ও ব্যাটারি চার্জের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। 

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, রাতে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। দৌড়ে এসে দেখি বাজারে আগুন লেগেছে। সবাই পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু কলাপাড়া থেকে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়। তারা পৌঁছাতে পৌঁছাতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন,কুয়াকাটা দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। অথচ এখানে  কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই।এটা খুবই দুঃখজনক। যদি কুয়াকাটায় একটি ফায়ার স্টেশন থাকত, তাহলে এই ক্ষয়ক্ষতি এড়ানো যেত।
লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাবিব হুজুরের কাপড়ের দোকান, আল-আমিনের ইলেকট্রনিক ও ব্যাটারি চার্জারের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আরও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আজ  রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের দ্রুত সহায়তা প্রদানের উদ্যোগ চলছে। ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয়রা বলেন, কুয়াকাটা একটি জনপ্রিয় পর্যটন শহর হলেও এখানে এখনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। তারা দ্রুত কুয়াকাটায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৪৩৭টি মামলা
নরসিংদীতে মাদকসহ একজন আটক
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
শেরপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
১০