মাগুরা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : নানা আয়োজনে মাগুরার মোহাম্মদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার মোহাম্মদপুর উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে মোহাম্মদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের হাত ধরেই জ্ঞান, নীতি ও মানবিকতার আলোয় আলোকিত হয় সমাজ। শিক্ষকরা কেবল পাঠদান করেন না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক সমাজের প্রতি যথাযথ সম্মান, ন্যায্য সুযোগ-সুবিধা এবং আধুনিক প্রশিক্ষণ প্রদান সময়ের দাবি।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, শিক্ষকদের সম্মান না দিলে সমাজ কখনো টেকসই উন্নয়নের পথে এগোতে পারবে না। এই দিবস আমাদের সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী প্রজন্মের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।