খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:৫৩
প্রবারণা পূর্ণিমা গতকাল বিকেল থেকে শুরু হয়েছে। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা গতকাল বিকেল থেকে শুরু হয়েছে। আজ জেলাজুড়ে উদ্যাপিত হচ্ছে উৎসবের নানা আনুষ্ঠানিকতা। আগামীকাল শুরু হবে কঠিন চীবর দানোৎসব ।

খাগড়াছড়ির চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের মানুষ আজ জেলা জুড়ে এ উৎসবে মেতে উঠেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর এই প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্যাপন করা হয়।

দিনটি উদ্যাপনের লক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা, মারমা ও  বড়ুয়া সম্প্রদায়ের নর-নারীরা খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্য বন বিহার, দশবল বৌদ্ধ বিহার, মিলনপুর বৌদ্ধ বিহার, কল্যাণপুর বৌদ্ধ বিহার ও ক্যাপ্রু বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রবারণা পুর্ণিমা উদ্যাপন উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান, পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়। এ দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ। 

এ সময় দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় নির্দেশনা প্রদান করেন বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়াও প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের উপর আলোচনার পাশাপাশি প্রদীপ পূজা এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয়, ফানুস ওড়ানো, জল প্রদীপ ও কল্প জাহাজ নদীতে ভাসানো।

উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূণিমা পর্যন্ত এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা ও নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোনো বৌদ্ধ বিহারে রাত্রিযাপনও করেন না। এছাড়া বৌদ্ধ নর-নারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। আষাঢ়ি পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন। যা আজ আশ্বিনী পূর্ণিমায় শেষ হবে। আগামীকাল মঙ্গলবার থেকে চলবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
১০