সুনামগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শহরকে পরিছন্ন রাখতে বসতি আইন মেনে চলা জরুরি। শহরের যানজটমুক্ত করতে সকল নাগরিককে কাজ করতে হবে।