নেত্রকোণা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): নেত্রকোণায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লির দুটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শহরের আরামবাগ এলাকায় পুরাতন হাসপাতালের কোয়ার্টারের ভেতরে হরিজন পল্লিতে আগুনে পুড়ে দুটি বসত ঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুততম তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা।
তারা জানান, এসময় সবাই কাজের সুবাদে ঘরের বাইরে থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘর দুটোতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রুনা বেগম ও ইফতাতুল মিমের ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্যে আগুন লেগেছে। আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে। ঘরে কোন লোক না থাকায় আগুন লাগার ব্যাপারটি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি। ফলে আগুন উপরে উঠে যায়। আমরা সাতটা পঞ্চাশে খবর পেয়ে দ্রুততম সময়ে দুটি গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে শুকনো খাবার দেয়া হয়েছে।