সিরাজগঞ্জ, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান গতকাল পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ উপহার সামগ্রী ও খাবার বিতরণ করেন।
সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ আয়োজন করা হয়।
এছাড়াও একই সময়ে পাবনা ও বগুড়া জেলার বিভিন্ন স্থানেও পথশিশুদের হাতে বই ও খাবার তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব মো. শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
মির্জা মোস্তফা জামান বলেন, সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষা, পুষ্টি ও সঠিক বিকাশে আমরা সব সময় তাদের পাশে থাকতে চাই।
এ সময় পথশিশুরা উপহার সামগ্রী, বই ও খাবার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।