সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৪
পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি উপহার সামগ্রী বিতরণ । ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান গতকাল পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ উপহার সামগ্রী ও খাবার বিতরণ করেন।

সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ আয়োজন করা হয়। 
এছাড়াও একই সময়ে পাবনা ও বগুড়া জেলার বিভিন্ন স্থানেও পথশিশুদের হাতে বই ও খাবার তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব মো. শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। 
মির্জা মোস্তফা জামান বলেন, সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষা, পুষ্টি ও সঠিক বিকাশে আমরা সব সময় তাদের পাশে থাকতে চাই।

এ সময় পথশিশুরা উপহার সামগ্রী, বই ও খাবার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ
১০