বাগেরহাট, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৪র্থ পর্যায়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের প্রশিক্ষণ গতকাল জেলায় শেষ হয়েছে। গতকাল বাগেরহাট জেলার ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
বাগেরহাট নতুন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
সমাপনী বক্তৃতায় পুলিশ সুপার মো. আচ্ছাদুজ্জামান বলেন, আসন্ন এই নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল পুলিশ সদস্যকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে। এই নির্বাচন পুলিশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। পুলিশের অতীতের হৃত গৌরব ফিরিয়ে আনতে জনগণের বন্ধু হতে জনগণের ম্যান্ডেট হিসেবে একজন ভোটার নিরাপদে কেন্দ্রে পৌঁছে যেন নিজের ভোট প্রদান করতে পারে সেটি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। এই দায়িত্বকে অবহেলা করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সাধারণ মানুষের এখনও পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেয়া হবে তা অক্ষরে অক্ষরে পালন করার মধ্য দিয়ে শ্রেষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারলে তাদের মর্যাদা, দক্ষতা ও পুলিশের পদোন্নতির যথাযথ বিকাশ ঘটবে বলে ।
এসময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মহিদুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান বাসসকে জানান, খুলনা ডি আই জি অধীনে বাগেরহাট জেলা পুলিশের ১১ জন বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। সেই ১১ জন প্রশিক্ষক হিসেবে বাগেরহাটে আগামী জানুয়ারি পর্যন্ত মোট ২৯ টি ব্যাচে ৫০ জন করে ৩ দিন মেয়াদি প্রশিক্ষণ পরিচালনা করবেন। পুলিশ ছাড়াও সংশ্লিষ্ট সি আই ডি, ডিএস বি, পিবিআইসহ গোয়েন্দা সংস্থার ও ৩ টিমকে এ প্রশিক্ষণের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশজুড়ে পুলিশের এই প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে শুরু হয়েছে।