কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৩
ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন বিজিবি সদস্যরা। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার ভোরে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টায় দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ দল সীমান্তবর্তী শশীদল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ির বাজার মূল্য আনুমানিক প্রায় তিনকোটি টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউরোপে স্বয়ংক্রিয় সীমান্ত চেক শুরু
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
দেশে ফিরে ‘নির্বাচনী প্রচারণা’য় অংশ নেবেন তারেক রহমান
দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি : ফারুক ই আজম
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের শুভেচ্ছা
সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত : বিয়া ৮ম মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন
ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক
ঢাবি ইতিহাস বিভাগের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকার বৃত্তি প্রদান
চীনে জোড়া স্বর্ণ জিতলেন স্পিড স্কেটার নাবীয়ুন
১০