মুন্সীগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলে দেশের মঙ্গল হবে এবং ব্যয়ও অনেক কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি বলেন, একটি দল নির্বাচনের সময় পিছিয়ে দিতে গণভোটের দাবি তুলেছে। কিন্তু গণভোট আমাদেরও দাবি। দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায় নেই। একটি ভোট আয়োজন করতে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। তাই গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করা হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে এবং ব্যয়ও কমে আসবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে সোমবার উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মহিলা দলের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপজেলার তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকার নারীদের মধ্যে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা খান শিখা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।