নাটোর, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার কদিমচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারায় সকলের সম্মিলিত অংশগ্রহন একান্ত প্রয়োজন। সরকারের প্রদত্ত সেবা ও উন্নয়নের সুফল গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে নারীদের সমান অংশগ্রহণ সহায়ক ভূমিকা পালন করবে।
টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি, বাল্যবিবাহ রোধ এবং মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশে বক্তারা আলোচনা করেন।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আব্দুল হান্নান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এম. সাইফুল ইসলাম, লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নার্গিস সুলতানা, কদিমচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ডমনারা পারভীন প্রমুখ।