
খুলনা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) :জেলার তেরখাদা উপজেলায় পুকুরে ডুবে সাইমন ফকির (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের অর্জুনা বলদ্বনা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাইমন ফকির নড়াইল জেলার কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের রিপন ফকিরের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সাইমন মায়ের সঙ্গে নানাবাড়ী বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সবাই একসঙ্গে খাবার খেয়ে বিশ্রামে যান। কিছুক্ষণ পর সাইমন খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। এতেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।