পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:০৯
ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩ । ছবি: বাসস


‎‎পাবনা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : পাবনা সদরে মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

‎আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা  হলেন পাবনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া (১৩) আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা (১৪) ও ভ্যানচালক আকরাম হোসেন (৫৫)।

‎তাদের বাড়ি পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম ও গোয়েশপুর গ্রামে।

জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ৮/১০ জন শিক্ষার্থী জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ভ্যানে করে যাচ্ছিল। পথে ঢাকা থেকে পাবনাগামী মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন পথচারী। স্থানীয়রা মাধপুর হাইওয়ে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

‎মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানচালনসহ তিনজন নিহত ও দুজন চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে খড়ের দামে কৃষকরা খুশি, খামারিরা বিপাকে
গাজায় আবারও ত্রাণ পাঠাতে প্রস্তুত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন
নওগাঁয় গাছ থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির
রংপুরে অসময়ে মুগ্ধতা ছড়াচ্ছে কনকচাঁপা, কদম আর কৃষ্ণচূড়া
বান্দরবানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই 
যশোরে স্বর্ণের বারসহ একজন আটক
চলনবিলে পানি কমায় সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
মালয়েশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে ট্রাম্পের এশিয়া সফর শুরু
রাজশাহীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২
১০