যশোরে স্বর্ণের বারসহ একজন আটক

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৩২
ছবি : সংগৃহীত

যশোর, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানী থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ভোরে সদর উপজেলার মুড়লী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শেখ অলিউল্লাহ (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

যশোর বিজিবির (৪৯ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি’র একটি টিম যশোর সদর উপজেলার মুড়লী মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় অলিউল্লাহ নামে ওই ব্যাক্তিকে আটক করে তার শরীর তল্লাশি করলে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি পাওয়া যায়। 

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য আনুমানিক এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা। 

বিজিবি অধিনায়ক জানান, আটক অলিউল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিজিবির কাছে স্বীকার করেছেন ঢাকার যাত্রাবাড়ি এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তে নিয়ে যাচ্ছিলেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক অলিউল্লাহর বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে এইচএসসি উত্তীর্ণদের সেনাবাহিনীর সংবর্ধনা 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক: স্বাস্থ্য উপদেষ্টা
ভোলায় প্রায় ২ লাখ টন ইলিশ আহরণে নদীতে জেলেরা
যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
মুন্সীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল ও লিফলেট বিতরণ
জোটের যেকোন দলের প্রতীকে ভোট চায় এনডিএম
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযানে বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
১০