
নওগাঁ, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে উঠান বৈঠক করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার রামকুড়া গ্রামের আদিবাসী নারী ও পুরুষদের অংশগ্রহণে মন্দিরের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য সামছুদ্দিন, রনি ও রকিসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকে নুরুল ইসলাম বলেন, বিএনপি ধান্দাবাজের দল নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি পাল্লাই তুলে ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়; বিএনপি হলো দেশ গড়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল।
তিনি বলেন, আপনারা গত ১৬ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদানের জন্য আপনাদেরকে ভুলবে না। তাই আগামী দিনে আপনাদের নিয়ে হবে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন।
এ বিএনপি নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা রাজপথে ছিল, যারা মামলা হামলার শিকার হয়েছে, যাদের এলাকায় সুনাম আছে, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আছে, বিএনপি তাকেই মনোনয়ন দেবে। তাই আশা করছি, আপনাদের পছন্দের প্রার্থীকেই দল মনোনয়ন দেবে।
তিনি উপস্থিত স্থানীয় জনগণের হাতে তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এসব দফার তাৎপর্য তুলে ধরেন। উঠান বৈঠকে স্থানীয়রা বিএনপির এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে আগামীতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।