নারীর প্রতি সহিংসতা রোধে কুবিতে নাটক মঞ্চস্থ 

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৫ আপডেট: : ২৮ অক্টোবর ২০২৫, ১১:০০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘মুখ ও মুখোশ’ নাটক মঞ্চায়িত। ছবি: বাসস

কুমিল্লা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : নারী এবং তরুণীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘মুখ ও মুখোশ’ নাটক মঞ্চায়িত হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এর আয়োজন করা হয়।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই প্রকল্পের একাডেমিক সহযোগী হিসেবে কাজ করছে। নাটকটি প্রযোজনা করেছে কুবির প্রধান সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আমেনা আক্তার রচিত এবং রাকিন খানের নির্দেশনায় ‘মুখ ও মুখোশ’ নাটকে অনলাইনে সাইবার বুলিং এবং নারীর হয়রানির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। দর্শকদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এই নাটকের মাধ্যমে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক এবং নাটকের নির্দেশক রাকিন খান বলেন, ‘আমাদের নাটকটি অনলাইনে সাইবার বুলিং সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা। আমরা এমন বার্তা দিতে চেয়েছি যে, কোনো ব্যক্তি যদি সাইবার বুলিংয়ের শিকার হন, তাহলে তারা যেন আইনগত সহায়তা পেতে পারেন। যখন কেউ অনলাইনে তাদের মত প্রকাশ করে, তখন ভিন্ন মতাদর্শের মানুষেরা তাদের বুলিং করে। এই প্রবণতা রোধে আমাদের নাটকটি সচেতনতার বিষয়টি তুলে ধরেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল 
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবলের তৃতীয় দিনের ফল
ঐকমত্য কমিশনের সুপারিশ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে : সালাহউদ্দিন আহমেদ
উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ‘গ্রোকিপিডিয়া’ চালু করলেন ইলন মাস্ক
১০