
সুনামগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি" অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নোয়াজ উদ্দীনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবু নাসের, শুভংকর তালুকদার মান্না, রামানুজ রায় জ্যৈষ্ঠ প্রভাষক শেখ ফারজানা সুমা, প্রভাষক কাঞ্চন বৈদ্য, শাহিনূল ইসলাম, তৈয়বুর রহমান তানিম, কামাল হোসেন, ওসমান গনী, মানিক উল্লাহ, আফাজ উদ্দীন, রীনা আক্তার, পূন্য রানী, সহকারী গ্রন্থাগারিক স্বপন রায়সহ ছাত্র /ছাত্রী ও কর্মচারী বৃন্দ।