পটুয়াখালীতে নকলমুক্ত পরীক্ষা আয়োজনে প্রস্তুতিমূলক সভা 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:৪৮
পটুয়াখালীর বাউফলে সোমবার নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ২৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় আজ নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। 

সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র প্রধানগণ অংশগ্রহণ করেন। 

বক্তারা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং পরীক্ষাকেন্দ্রগুলোর পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। নকলমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

উল্লেখ্য, ২৬জুন থেকে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০