ফ্লাইট শেষ ৩১ মে : সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:৫১ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৮:৫৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদী আরব গমনের হজ ফ্লাইট শেষ হতে যাচ্ছে আগামী ৩১ মে। ধর্ম মন্ত্রণালয়ের আশকোনা হজ অফিসের তথ্য অনুযায়ী আজ ১৯ মে পর্যন্ত বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। আজ ১৯ মে সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন স্বাক্ষরিত হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১২৭টি ফ্লাইটে ৫০ হাজার ৩১৭ যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে গেছেন ২৫ হাজার ১১১ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ৯৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ২৬৫ জন। 

হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫ হাজার ৩২১ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০