সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে : সমাজ কল্যাণ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২৪
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৯ মে, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,  সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সে জন্য সমাজ সেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত সোমবার দুপুরে সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা  পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরুপা দেওয়ান, মঞ্জুলিকা খিসাসহ বিভিন্ন  বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরো বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সে দিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই পার্বত্য অঞ্চলের সমাজ সেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।

এরআগে আজ সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
কুলিয়ারচরে ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ
নওগাঁ সদর উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বরিশালে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি
৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ
বিএনপি সরকার গঠন করলে জুলাইয়ের অংশীজন দলকে নিয়ে কাজ করবে: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে
লক্ষ্মীপুরে দুইদিন ধরে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা
১০