সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে : সমাজ কল্যাণ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২৪
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৯ মে, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,  সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সে জন্য সমাজ সেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত সোমবার দুপুরে সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা  পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরুপা দেওয়ান, মঞ্জুলিকা খিসাসহ বিভিন্ন  বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরো বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সে দিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই পার্বত্য অঞ্চলের সমাজ সেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।

এরআগে আজ সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই-২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
১০