সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে : সমাজ কল্যাণ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২৪
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৯ মে, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,  সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সে জন্য সমাজ সেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত সোমবার দুপুরে সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা  পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরুপা দেওয়ান, মঞ্জুলিকা খিসাসহ বিভিন্ন  বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরো বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সে দিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই পার্বত্য অঞ্চলের সমাজ সেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।

এরআগে আজ সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০