ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৫:১১
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের আদেশ বৃহস্পতিবার।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা এ সংক্রান্ত রিটের দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আজ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়ার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। 
এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
র‌্যাংকিংয়ে তানজিদের বড় লাফ
৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাল: নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর
বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক
রাজশাহীতে এনসিপির সাংগঠনিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত 
১ হাজার ৬০০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন
কৃষির জন্য নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা : কৃষি সচিব
ডিসির স্বাক্ষর জাল : কক্সবাজারে ভুয়া সাংবাদিক আটক
নেতানিয়াহু ইসরাইলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে 
ঈদের দিন ছাড়া ছুটির দিনগুলোতে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে
১০