ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৫:১১
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের আদেশ বৃহস্পতিবার।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা এ সংক্রান্ত রিটের দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আজ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়ার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। 
এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ দুইজন নিহত
নওগাঁয় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
দেবিদ্বারের বরকামতা দুর্গাবাড়ি : ১৩ শতকের ঐতিহ্যের আলোকবর্তিকা
এগিয়ে থেকেও পিএসজির কাছে পরাজিত বার্সেলোনা, মোনাকোর সাথে পয়েন্ট হারিয়েছে সিটি
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
১০