জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:১৬
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় কোনো নির্বাচন হবে না।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর সোয়া ২টায় দিকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন এনসিপি নেতা-কর্মীরা। 
এ সময়ে তারা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী  বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি চেয়েছিলাম, নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচন কমিশন ও সংবিধান নিষিদ্ধ হয়নি।’

তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইসি পুনর্গঠন হবে, স্থানীয় নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে ও আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। এ প্রত্যাশায় বিক্ষোভ সমাপ্তি করছি।’

এর আগে মঙ্গলবার রাতে, রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে ইসি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
১০