জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:১৬
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় কোনো নির্বাচন হবে না।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর সোয়া ২টায় দিকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন এনসিপি নেতা-কর্মীরা। 
এ সময়ে তারা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী  বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি চেয়েছিলাম, নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচন কমিশন ও সংবিধান নিষিদ্ধ হয়নি।’

তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইসি পুনর্গঠন হবে, স্থানীয় নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে ও আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। এ প্রত্যাশায় বিক্ষোভ সমাপ্তি করছি।’

এর আগে মঙ্গলবার রাতে, রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে ইসি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ দুইজন নিহত
নওগাঁয় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
দেবিদ্বারের বরকামতা দুর্গাবাড়ি : ১৩ শতকের ঐতিহ্যের আলোকবর্তিকা
এগিয়ে থেকেও পিএসজির কাছে পরাজিত বার্সেলোনা, মোনাকোর সাথে পয়েন্ট হারিয়েছে সিটি
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
১০