জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:১৬
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় কোনো নির্বাচন হবে না।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর সোয়া ২টায় দিকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন এনসিপি নেতা-কর্মীরা। 
এ সময়ে তারা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী  বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি চেয়েছিলাম, নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচন কমিশন ও সংবিধান নিষিদ্ধ হয়নি।’

তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইসি পুনর্গঠন হবে, স্থানীয় নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে ও আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। এ প্রত্যাশায় বিক্ষোভ সমাপ্তি করছি।’

এর আগে মঙ্গলবার রাতে, রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে ইসি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০