আদালতের রায়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আন্দোলন আপাতত স্থগিত : ইশরাক

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮:৪৮ আপডেট: : ২২ মে ২০২৫, ১৮:৫৪
ছবি : বাসস

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারর্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে আবারও যমুনা ঘেরাও দেবো।’

তিনি বলেন, ‘আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।’

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা রাখবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবেন।’

আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, ‘আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
১০