ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৭ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩
ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ছবি: কোলাজ

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও নীতিমালা অনুসরণ না করে নিয়োগ দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, আজ বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার এজাহারে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও ঢাকা ওয়াসায় বৈধ কোনো পদ সৃষ্টি না করে এবং নিয়োগ সংক্রান্ত নীতিমালা ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ না করে নিজেদের পছন্দের দুজন ব্যক্তিকে নিয়োগের অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন- ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মো. হাবিবুর রহমান, বোর্ড সদস্য অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (বাজেট-২) সুধাংশু শেখর বিশ্বাস, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাবেক সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী, ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান, সাবেক পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম ও সাবেক পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র বিতরণ ৭ থেকে ১১ সেপ্টেম্বর
হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল: মির্জা ফখরুল
জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির
সিআইআরটি প্রজেক্টের জন্য দক্ষ আইসিটি বিশেষজ্ঞ খুঁজছে বিসিসি: ফয়েজ আহমেদ তৈয়্যব
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত 
রবি-গ্রামীণফোনের ফাইভ-জি চালু ডিজিটাল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ: তৈয়্যব
চাঁদপুরে রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,২১৯ মামলা 
চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
১০