ভারতীয় নারীর হত্যাকাণ্ড বাংলাদেশে ধর্ষণের ঘটনা হিসেবে প্রচার: রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:১১

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনলাইনে প্রচারিত একটি ভিডিওকে ভ্রান্ত বলে প্রমাণ করেছে। ভিডিওটিতে দাবি করা হয়েছিল যে সম্প্রতি বাংলাদেশে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনা বাংলাদেশে নয়, বরং ভারতে ঘটেছে।

রিউমার স্ক্যানার জানায়, ‘সম্প্রতি ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, সম্প্রতি রাস্তায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং লোকজন তাকে প্রশ্ন করছেন- এমন একটি ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে।

প্রচারণায় দাবি করা হয়েছে, ওই নারী একজন পর্যটক এবং তাকে টেকনাফে গণধর্ষণ বা কুমিল্লায় রাস্তায় পেটানো হয়েছে এবং তার ঠোঁট ও জিভ কেটে ফেলা হয়েছে। আরও দাবি করা হয়েছে, তাকে ধর্ষণ করে জিভ কেটে দেওয়া হয়েছে, যাতে তিনি কিছু বলতে না পারেন।

তদন্তে জানা যায়, যখন ওই আহত নারীকে তার বাড়ির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন একজন ব্যক্তি তার অস্পষ্ট উত্তরের প্রেক্ষিতে মুর্শিদাবাদের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা।

এই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কীওয়ার্ড দিয়ে অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’-এর ওয়েবসাইটে ২২ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ‘জয়নগরের ধানক্ষেতের পাশে এক নারীর মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে।’

প্রতিবেদনে বলা হয়, ২০ জানুয়ারি রাতে ভারতের পশ্চিমবঙ্গের জয়নগরে বকুলতলা থানার অন্তর্গত রথতলা এলাকায় একটি ধানক্ষেতের পাশে ইটের রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীর শরীরে গুলির আঘাত ছিল, তার মুখের এক পাশ থেঁতলানো ছিল এবং কয়েকটি দাঁত ভাঙা ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার একই ঘটনার সংবাদ প্রকাশ করেছে।

আরও অনুসন্ধানে দেখা যায়, ২৪ জানুয়ারি ‘ভিশন ১৮ বাংলা’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘জয়নগরের খবর : বকুুলতলায় ধানক্ষেতের পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির বিষয়বস্তু এবং চারপাশের পরিবেশ প্রশ্নবিদ্ধ ভিডিওটির সঙ্গে মিল পাওয়া গেছে।

এছাড়া, ‘নিউজ ১৮’-এর ইউটিউব চ্যানেলে ২৫ জানুয়ারি ‘জয়নগরের খবর : জয়নগরের নারী হত্যার অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি, বকুলতলায় এক নারীকে কুপিয়ে হত্যা!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতেও একই ভিডিও ব্যবহার করা হয়েছে।

এর পাশাপাশি, ভারতীয় ফেসবুক ব্যবহারকারী রেখা পাত্রার একটি পোস্টে ওই নারীর ভিডিও পাওয়া গেছে এবং পোস্টের ক্যাপশনও নিশ্চিত করে যে ভিডিওটি পশ্চিমবঙ্গের।

উপরের তথ্য থেকে এটি নিশ্চিত করা যায় যে সংশ্লিষ্ট ভিডিওটির ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।

সুতরাং সম্প্রতি ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে দাবি করে প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
১০