শ্রম আইনকে আইএলও’র মানদণ্ডে নিয়ে যেতে সরকার প্রয়োজনীয় সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৯
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘নিরাপনে’র নেতৃবৃন্দের সাক্ষাত। ছবি: Chief Adviser GOB

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন'।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পোশাক কারখানায় নিরাপদ কর্মস্থলের উন্নয়নে কাজ করে যাওয়া ‘নিরাপনে’র নেতৃবৃন্দ সাক্ষাতকালে তিনি এ আশ্বাস দেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী।

এসময় পশ্চিমা শীর্ষ ব্র্যান্ড এবং রিটেইল বিক্রয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিরাপন একটি শিল্পপ্রধান অলাভজনক সংগঠন, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে একটি নিরাপদ কর্মপরিবেশ বা নিরাপত্তার সংস্কৃতি তৈরিতে কাজ করছে। এতে নিরাপনকে সহযোগিতা করছে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, রিটেইলার, ম্যানুফ্যাকচারার ও এনজিও।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও কারখানা মালিকদের সঙ্গে ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করছে।

সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন তাঁর সংস্থার স্থানীয় অংশীদার ব্র্যাক এবং ‘আমাদের কথা’র সাথে যৌথভাবে কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে উদ্ভাবনমূলক সরঞ্জামাদি ব্যবহারে সহায়তা করে যাচ্ছে।

ব্র্যান্ড প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক কারখানা নিরাপদ কর্মস্থল হিসেবে উন্নতি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০