স্থাপনা নির্মাণে কৃষি জমি নষ্ট না করার আহ্বান কৃষি উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০
রাজধানীর ফার্মগেটে নবনির্মিত 'মৃত্তিকা ভবন'র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনোভাবেই যেন স্থাপনা নির্মাণ করতে গিয়ে কৃষি জমি নষ্ট না হয়। তাই কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে প্রকল্প নেওয়ার সময় কৃষি জমি রক্ষার বিষয়টি মাথায় রাখার  নির্দেশ দেন উপদেষ্টা।

উপদেষ্টা আজ রোববার রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নব নির্মিত মৃত্তিকা ভবন উদ্বোধন ও পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

কৃষিখাতের সাফল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত  কৃষিখাতই সবেচেয়ে সফল। জমি আর বাড়বেনা কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে, তাই কৃষি উৎপাদন বাড়াতে হবে। আর কৃষিখাতের অগ্রগতি টিকিয়ে রাখতে গবেষণার গুরুত্বের কথা উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, আমাদের তেল, ডাল, ছোলা প্রভৃতি আমদানি করতে হয়। দেশে উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে। কৃষক যে ফসলে লাভ বেশি পান সে ফসল চাষ করেন। অপ্রচলিত কিন্তু প্রয়োজনীয় এসব ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

বাজারে সবজির দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যখন মৌসুম থাকে না এবং এক মৌসুম থেকে অন্য মৌসুম গ্যাপে ট্রানজিট সময়ে সবজির বাজার চড়া থাকে। এ সমস্যা থেকে উত্তরণে শাক সবজি ফলমূল সংরক্ষণের জন্য স্বল্প ধারণক্ষমতা সম্পন্ন হিমাগার তৈরি করা হচ্ছে।

এর আগে উপদেষ্টা নব নির্মিত মৃত্তিকা ভবনের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, আনসার
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
১০