সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের ৫৬টি ব্যাংক একাউন্ট অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬টি ব্যাংক একাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি সাধন চন্দ্র মজুমদার তার নামীয় ৫৬টি ব্যাংক একাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও আসামির কতিপয় অস্থাবর সম্পদ (ব্যাংক একাউন্ট) আদালত ইতোমধ্যে অবরদ্ধ করেছে।

এর আগে ২৩ জুলাই সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

গত বছরের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০