কোনো সংস্কৃতি অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫ আপডেট: : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী বিশ্বের সংস্কৃতিমন্ত্রীদের জন্য আইসেস্কো সম্মেলনে যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বলেছেন, কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়।

তিনি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো)-এর সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলনে বলেন, ‘কোনো সংস্কৃতি অন্যের চেয়ে ভালো বা শ্রেষ্ঠ নয়। এটি কেবলমাত্র ভিন্নতা।’

উপদেষ্টা একটি সক্রিয় আইসেস্কোর গুরুত্বের ওপর জোর দেন, যা সদস্য দেশগুলোর সংস্কৃতিকে বিশ্বের সামনে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করতে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন, যা প্রতিটি সদস্য রাষ্ট্রে একটি গতিশীল সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে।

তার বক্তব্যের শুরুতে, ফারুকী সেই বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যারা জুলাই অভ্যুত্থানকে বাস্তবে রূপ দিয়েছিলেন।

সৌদি রাজপুত্র বদর বিন আব্দুল্লাহ বিন ফারহান আল সৌদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনটি উদ্বোধন করা হয়। এরপর ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মোরান্তিনোসসহ আরও অনেকে বক্তব্য দেন।

সম্মেলনটি ১৩ ফেব্রুয়ারি শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০