সরকার দখলকৃত খেলার মাঠ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে: আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩
আজ রাজধানীর কলাবাগান খেলার মাঠে ‘শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট’র উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও এই সময়ের  মধ্যে চোখে পড়ার মতো মাঠ উদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

আজ বিকেলে কলাবাগান খেলার মাঠে ‘শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট’ উদ্বোধনকালে তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করতে হবে।’

এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো, চিরদিন আমরা তাদের স্মরণে রাখবো।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে যাতে সকল নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০