সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার, ৩ দিনের রিমান্ড

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেন। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করেছে। সৈয়দা মোনালিসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।

গ্রেফতারের পর তাকে রাতেই মেহেরপুর নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। 

পুলিশ আজ সোমবার দুপুরে মোনালিসাকে মেহেরপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আমলি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে। 

তিনি জানান, মেহেরপুর জেলা পুলিশের অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন। পৃথক আরেকটি মামলা আছে তার নামে।  সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০