সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার, ৩ দিনের রিমান্ড

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেন। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করেছে। সৈয়দা মোনালিসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।

গ্রেফতারের পর তাকে রাতেই মেহেরপুর নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। 

পুলিশ আজ সোমবার দুপুরে মোনালিসাকে মেহেরপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আমলি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে। 

তিনি জানান, মেহেরপুর জেলা পুলিশের অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন। পৃথক আরেকটি মামলা আছে তার নামে।  সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০