সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার, ৩ দিনের রিমান্ড

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেন। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করেছে। সৈয়দা মোনালিসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।

গ্রেফতারের পর তাকে রাতেই মেহেরপুর নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। 

পুলিশ আজ সোমবার দুপুরে মোনালিসাকে মেহেরপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আমলি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে। 

তিনি জানান, মেহেরপুর জেলা পুলিশের অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন। পৃথক আরেকটি মামলা আছে তার নামে।  সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের ‘হাসন রাজা মিউজিয়াম’ আরো সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের
গাজীপুরে ‘গণপুলিশিং সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
হকাররা বিকাল ৪টার আগে নিউ মার্কেট মোড়ে বসতে পারবেন না: চসিক মেয়র 
১০