কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬১টি ঘর

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩
শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: বাসস

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে ৬১টি বস্তি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম বাসসকে জানান, শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৬১টি বস্তি ঘর পুড়ে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে  ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ৯টি ইউনিট পাঠানো হয়। আগুনে অন্তত ২০ টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি
টেইলরের ওয়ানডেতে প্রত্যাবর্তনে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শ্রীলংকার
চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ডেঙ্গুতে আরও ৪৩২ জন আক্রান্ত
টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক
প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’ দল
জুলাই রেভ্যুলেশন চ্যাম্পিয়নশিপে থাকছেন না ফাতেমা
সারা দেশে পরিবেশ অধিদপ্তরের একযোগে বিশেষ অভিযান
ইয়েমেন থেকে ছোড়া ড্রোন প্রতিহতের দাবি ইসরাইলের
সাতক্ষীরায় ফার্মেসি মালিককে জরিমানা
১০